সোলায়মান হায়দার

ফ্রিল্যান্সিং কে পেশা হিসেবে বলার একটা ট্র্যাডিশন অনলাইন কমিউনিটিতে প্রচার হয়েই আছে, তার মধ্যে কিছু পন্ডিত ভাই-ব্রাদার আবার আদর করে এটাকে আউটসোর্সিং বলেও প্রচার করে থাকে। কিছু টেক জার্নালিস্ট, ইভেন কিছু সরকারের উচ্চ-পদস্থ কর্মকর্তারাও এই সেক্টরটাকে আউটসোর্সিং বলে প্রচার করে। ফ্রিল্যান্সিং ওয়ার্ডটাকে কে মোটামুটি মেনে নেয়া যায়, কিন্তু আউটসোর্সিং শব্দটা যে সম্পুর্ন উল্টো, এটা কেউ জানার চেস্টাও করে না।

ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা নিয়ে চুলকানিটা (ভালোভাবে নিন, আমারও চুলকায়) একটু বেশীই অনলাইন কমিউনিটিতে। সেটা নিয়ে আরেকটা ব্লগ লেখার ইচ্ছা আছে। এখানে সেটা নিয়ে খুব বেশীকিছু বলবো না। এখানে ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর পার্থক্যটাই আলোচ্য বিষয়।

ফ্রিল্যান্সিংঃ

অনলাইন জগতের ট্রেন্ডি একটা ওয়ার্ড ফ্রিল্যান্সিং। বাচ্চা-বুড়ো সবাই ফ্রিল্যান্সিং শিখতে চায়। ফ্রিল্যান্সিং যে শেখার কিছু না এটা অনেককেই বুঝাতে পারি নি আমি। ফ্রিল্যান্সার/মুক্তপেশা শব্দের আবিধানিক অর্থ কি জেনে নিইঃ

মুক্তপেশা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকে বোঝায়। যারা এধরনের কাজ করেন তাদের বলা হয় “মুক্তপেশাজীবী” বা ফ্রিলেন্সার।

– উইকিপিডিয়া

সুতরাং বুঝা ই যাচ্ছে, যে কারো অধীনে না থেকে মুক্তভাবে কিছু করে সে ই ফ্রিল্যান্সার। আর কাজ করার এই পদ্ধতিটার নাম ফ্রিল্যান্সিং।

এখানে উল্যেখ্য যে, কাজ করার পদ্ধতিটার নাম হলো ফ্রিল্যান্স বা ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং কিন্তু কোন পেশা নয়। আপনি ফ্রিল্যান্স ফটোগ্রাফার হতে পারেন, আপনি ফ্রিল্যান্স সিএনজি চালক হতে পারেন, কিংবা ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপারও হতে পারেন। এখানে আপনার পেশা হবে, ফটোগ্রাফার, সিএনজি চালক কিংবা ওয়েব ডেভেলপার। যাই হোক, আপনি নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিবেন কি দিবেন না, সেটা এই পোস্টের আলোচ্য বিষয় না। অন্য কোন পোস্টে এটা নিয়ে আলোচনা করবো।

আউটসোর্সিংঃ

এবার আসি ভুলে ভরা শব্দে। বাংলাদেশে আউটসোর্সিং শব্দটির ব্যবহার হয় ফ্রিল্যান্সিং শব্দের সমার্থক শব্দ হিসেবে। কেউ বলে ফ্রিল্যান্সিং করি, কেউ বলে আউটসোর্সির করি। কিন্তু আউটসোর্সিং শব্দটি আসলে ফ্রিল্যান্সিং এর সম্পুর্ন উল্টো। আউটসোর্সিং এর সঠিক অর্থ হলো, একজন ফ্রিল্যান্সার যার বা যেই কোম্পানির জন্য কাজ করছে, সেই মানুষ বা কোম্পানির জন্য এই কাজটা আউটসোর্সিং।

ব্যবসা ক্ষেত্রে বহিঃউৎসায়ন বা আউটসোর্সিং (ইংরেজি: Outsourcing) বলতে এমন এক ধরনের ব্যবসায়িক প্রক্রিয়াকে বোঝায়, যার মাধ্যমে কোনও ব্যবসা প্রতিষ্ঠান তার কোনও কাজ (পণ্য বা পণ্যের অংশবিশেষ উৎপাদন বা সেবা) চুক্তির মাধ্যমে বাইরের দ্বিতীয় কোনও ব্যবসা প্রতিষ্ঠানকে দিয়ে করিয়ে নেয়।

– উইকিপিডিয়া

ধরুন আপনার কোম্পানির কোন প্রজেক্টে আপনার কর্মচারিদের দিয়ে একটি কাজ করানো সম্ভব হচ্ছে না, তখন আপনি অন্য কোন কোম্পানি বা ব্যাক্তিকে দিয়ে কাজটি করিয়ে নিলেন, এটাই আউটসোর্সিং। আর যেই কোম্পানি বা ব্যাক্তি কাজটা করছেন, তার জন্য এটা ফ্রিল্যান্সিং।

এই হলো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর পার্থক্য। আমরা যারা অনলাইনে কাজ করি, আমরা কেউ ই আউটসোর্সিং করি না। আমরা হলাম ফ্রিল্যান্সার, আর যারা আমাদের দিয়ে কাজ করিয়ে নেয় তারা মুলত আউটসোর্সিং করে।

পোস্টের মন্তব্যগুলি

কমেন্ট লোড হচ্ছে...

এই ধরনের আরও পোস্ট

ফ্রিল্যান্সিং এর টুকরো গল্প [১] – প্রথম ধোঁকা

৪ বছর আগে পোস্ট করা হয়েছে

ফ্রিল্যান্সিং এর টুকরো গল্প [১] – প্রথম ধোঁকা

আমার ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারের প্রথম ক্লায়েন্ট ছিলো ক্যানাডিয়ান। প্রথম ক্লায়েন্ট, প্রথম কাজ, প্রথম আর্নিং, মনের ভিতর একটা প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছিলো। টানা দুই বছরের প্রচেস্টা আজ সফলতার মুখ দেখলো। কিন্তু জানা ছিলো না ক্যারিয়ারের প্রথম ক্লায়েন্টই আমাকে ধোকা দিবে। ওইসময়ে ওডেস্ক প্রোফাইলের কত ঘন্টা কাজ করা হয়েছে সেটার উপর যথেস্ট গুরুত্ত্ব দেয়া হতো, তাই…

ফ্রিল্যান্সিং এর প্রচারণা এবং ছাত্রদের ফ্রিল্যান্সিং

৫ বছর আগে পোস্ট করা হয়েছে

ফ্রিল্যান্সিং এর প্রচারণা এবং ছাত্রদের ফ্রিল্যান্সিং

বর্তমানে ফ্রিল্যান্সিং কে নিয়ে ওভার পাবলিসিটি হচ্ছে। এই প্রচারণা কেউ করছে নিজে পাবলিসিটি পাওয়ার জন্য আর কেও করছে নিজে কিছু কামিয়ে নেওয়ার জন্য। আর প্রতিদিনই অসংখ্য ছেলে-মেয়েরা সবকিছু ফেলে এই সেক্টরে ঢুকছে আর অসংখ্য ছেলে-মেয়েরা হতসায় নিমজ্জিত হচ্ছে। এখানে আবেগের বশে এসে কোন লাভ নেই। আর আসলাম, বসলাম, টাকা গুনলাম এই ভ্রান্তিটাও বেশীরভাগ নতুনদেরই রয়েছে।…

আমার সাথে একজন ইন্ডিয়ান ডেভেলপার এর একটি ইন্টারভিউ

৮ বছর আগে পোস্ট করা হয়েছে

আমার সাথে একজন ইন্ডিয়ান ডেভেলপার এর একটি ইন্টারভিউ

একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার লাগবে ছোট একটা কাজের জন্য। আমি অন্য প্রজেক্টে ব্যস্ত আছি জন্য ক্লায়েন্টে হায়ার করতে বললাম। ইন্টারভিউতে আমাকে বসিয়ে দিল। আমার প্রশ্নঃ মিয়া তোমার বাড়ি কই? ডেভেলপারঃ ইন্ডিয়া। আমিঃ দারুন। ডেভেলপারঃ থ্যাঙ্ক ইউ। আমিঃ তোমারেও থ্যাঙ্ক ইউ। গুড বাই… 😀 ডেভেলপারঃ সরি? আমিঃ আসলে আমাদের বেশ কয়েকটি সুন্দর অভিজ্ঞতা আছে ইন্ডিয়ান ওয়ার্কারদের নিয়ে।…

সেভেন শেডস অব ব্যাড ক্লায়েন্টস

৫ বছর আগে পোস্ট করা হয়েছে

সেভেন শেডস অব ব্যাড ক্লায়েন্টস

একজন ফ্রিল্যান্সারের দুঃস্বপ্ন কি? আ ব্যাড ক্লায়েন্ট। আমাদের জীবনে কয়েকজন জিনিস আসে, যাদের কে আমরা ব্যাড ক্লায়েন্ট বলি। তারা একেকজন আবার একেক কিসিমের হয়। তাদেরকে নিয়ে আজ কিছু কথা বলবো। ১। মিস্টার নেভার এন্ডঃ এই ক্লায়েন্টগুলির চাহিদা শেষ হয় না। এরা ছোটো একটা প্রজেক্টের জন্য নামমাত্র মুল্যে ফ্রিল্যান্সার হায়ার করে এবং যখন আপনি কাজ শুরু…

কেন একজন ফ্রিল্যান্সার প্রোগ্রামারকে বিয়ে করবেন?

৫ বছর আগে পোস্ট করা হয়েছে

কেন একজন ফ্রিল্যান্সার প্রোগ্রামারকে বিয়ে করবেন?

কম্পিউটার প্রোগ্রামাররা সবচেয়ে বেশী চিন্তিত থাকে তাদের বিয়ে নিয়ে। তাদের কাছে মনে হয় কেউ বুঝি তাদের বিয়ে করবে না। পাত্রী পক্ষও প্রোগ্রামারদের প্রফেশন সম্পর্কে ভালো করে বুঝতে পারে না, ফলে তারা তাদের আদরের মেয়েকে একজন প্রোগ্রামারের হাতে তুলে দিতে ভয় পায়। কিন্তু একজন প্রোগ্রামারকে বিয়ে করলে অনেক সুবিধা পাওয়া যায়, যা অন্য প্রফেশনের কেউ দিতে…

দুর্বল ইন্টারনেট কানেকশন

আপনার ইন্টারনেটের ধীরগতির জন্য পেজটি লোড হতে কিছুক্ষণ বেশী সময় লাগছে।