জাভাস্ক্রিপ্ট কি? কেন জাভাস্ক্রিপ্ট এত জনপ্রিয়?

বাংলা ব্লগজাভাস্ক্রিপ্ট৪ জুলাই, ২০২৪

জাভাস্ক্রিপ্ট কি? কেন জাভাস্ক্রিপ্ট এত জনপ্রিয়?

জাভাস্ক্রিপ্ট (JavaScript) বা জেএস (JS) অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো জাস্ট এনাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। জাভাস্ক্রিপ্ট মর্ডান ওয়েবের মুল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। জাভাস্ক্রিপ্ট ছাড়া মডার্ন ওয়েব কল্পনাও করা যায় না। ইন্টারএক্টিভ এলিমেন্ট থেকে শুরু করে ব্রাউজার বেজড কমপ্লেক্স ওয়েব এপ্লিকেশন সবকিছুতেই জাভাস্ক্রিপ্ট কে বলা যায় একমাত্র সমাধান। তাছাড়া জাভাস্ক্রিপ্ট ব্রাউজার বেজড এপ্লিকেশনের গন্ডি থেকে বের হয়ে সার্ভার-সাইডেও অন্যান্য সার্ভার-সাইড ল্যাঙ্গুয়েজের সাথে প্রতিযোগিতা করছে।

জাভাস্ক্রিপ্ট কি?

এইচটিএমএল-সিএসএস যদি কোন ওয়েবসাইটের বডি হয়, জাভাস্ক্রিপ্ট হলো ব্রেইন। জাভাস্ক্রিপ্ট এর কাজ হলো ওয়েবসাইটে ইন্টারএক্টিভিটি এবং ফাংশনালিটি এড করা। ইউজারের বিভিন্ন একশন হ্যান্ডেল করা, বিভিন্ন লজিক প্রয়োগ, পেজ রিলোড না করে ডাইনামিক্যালি কন্টেন্ট আপডেট করা, কমপ্লেক্স এনিমেশন, ইত্যাদি ই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং/স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এর কাজ।

জাভাস্ক্রিপ্টের সংক্ষিপ্ত ইতিহাস

জাভাস্ক্রিপ্ট এর জার্নি শুরু হয় ১৯৯৫ সালে ব্রেন্ডান আইক (Brendan Eich) এর হাত ধরে, তখন সে নেটস্কেপ এ জব করতো। আমার জন্মও একই বছরে, বলা যায় উই স্টার্টেড আওয়ার জার্নি টুগেদার, হাহা। নেটস্কেপ একটি টেক কোম্পানি যাদের একটি ওয়েব ব্রাউজার ছিলো নেভিগ্যাটর বা নেটস্কেপ ন্যাভিগেটর নামে।

নেটস্কেপ নেভিগেটর
নেটস্কেপ ন্যাভিগ্যাটর

নেটস্কেপ তাদের নেভিগেটর ব্রাউজারের জন্য একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বানানোর উদ্যেগ নেয়। যা দিয়ে স্ট্যাটিক এইচটিএমএল পেজে ইন্টারএক্টিভিটি এবং ডাইনামিক কন্টেন্ট আপডেট করা যাবে। তো এই স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বানানোর দায়িত্ব পায় ব্রেন্ডন আইক।

ইনিশিয়ালি এই নতুন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এর নাম দেয়া হয়েছি লাইভস্ক্রিপ্ট, নাম পরিবর্তন করে জাভাস্ক্রিপ্ট রাখা হয়। জাভাস্ক্রিপ্ট এবং জাভা এর মধ্যে কিছুটা মিল থাকলেও নামের সাথে মিল রাখার মতো কোন সিমিলারিটি ছিলো না। জাভাস্ক্রিপ্ট নামকরনের মুল কারন ছিলো জাভা’র জনপ্রিয়তা।

জাভাস্ক্রিপ্ট কেন এত জনপ্রিয়?

জাভাস্ক্রিপ্ট জনপ্রিয়তা পেয়েছে এর মাল্টি-প্লাটফর্ম সাপোর্ট, পার্ফরমেন্স, ইজি লার্নিং কার্ভ, ইত্যাদির কারনে। তাছাড়া ব্রাউজার এন্ডে জাভাস্ক্রিপ্টের বলতে গেলে কম্পিটিটর নেই, মডার্ন ইন্টারনেটে লাখ লাখ ওয়েবসাইট হওয়া জাভাস্ক্রিপ্ট এর জনপ্রিয়তার আরেকটি কারন।

  • ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজঃ সকল ওয়েব ব্রাউজারে জাভাস্ক্রিপ্টের সাপোর্ট থাকায় ব্রাউজার বেজড এপ্লিকেশনের জন্য জাভাস্ক্রিপ্ট একটি ইউনিভার্সাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ডেভেলপার নিশ্চিন্তে কম্পাবিলিটির কোন চিন্তা না করেই যেকোনো ধরনের ব্রাউজার বেজড এপ্লিকেশন ডেভেলপ করতে পারে।
  • ইজি টু লার্নঃ প্রোগ্রামিং এ হাতে খড়ি নেওয়ার জন্য জাভাস্ক্রিপ্ট অনেক ফ্রেন্ডলি একটি ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট এর বেসিক কনসেপ্ট বুঝা অনেক সহজ, এবং জাভাস্ক্রিপ্ট শেখার জন্য রিসোর্স রয়েছে প্রচুর।
  • ভারসেটিলিটিঃ জাভাস্ক্রিপ্ট একটি ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটের জন্য নাম্বার ওয়ান হয়ার পাশাপাশি সার্ভার-সাইডেও অনেক জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি গেম ডেভেলপমেন্ট, মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেস্কটপ এপ্লিকেশন ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং সহ অসংখ্য যায়গায় ব্যবহৃত হয়।
  • ফ্রেমওয়ার্ক ও লাইব্রেরীঃ জাভাস্ক্রিপ্টের হাজার হাজার ফ্রেমওয়ার্ক ও লাইব্রেরী হয়েছে যা ডেভেলপমেন্ট টাইম অর্ধেকে নামিয়ে আনে। বলা হয় প্রতিদিনই একটা না একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরী লঞ্চ হয়। যেকোনো ধরনের এপ্লিকেশন ডেভেলপমেন্ট বানানোর জন্য আপনি ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরী পাবেনই।
  • রেগুলার আপডেটঃ জাভাস্ক্রিপ্ট প্রতিনিয়তই আপডেট হয়ে চলছে, যা একটি ল্যাঙ্গুয়েজের জন্য খুবই গুরত্বপুর্ন। প্রতিটা আপডেটেই জাভাস্ক্রিপ্ট নতুন ফিচার নিয়ে আসে।

জাভাস্ক্রিপ্ট শেখা একজন ডেভেলপারের জন্য অসংখ্য অপারচুনিটির দরজার খুলে দেয়ার মতো। একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার এনিটাইম যেকোনো প্লাটফর্মে নিজেকে সুইচ করতে পারেন। যেমন আমি জাভাস্ক্রিপ্ট শিখেছিলাম ওয়েবের জন্য, আমি চাইলেই রিয়েক্ট ন্যাটিভ ফ্রেমওয়ার্কের সাহায্যে এন্ড্রয়েড/আইফোন এর এপ বানাতে পারবো। কিংবা ইলেক্ট্রনের সাহায্যে ডেস্কটপ এপ বানাতে পারবো উইন্ডোজ এবং ম্যাকওএস এর জন্য। প্রোগ্রামিং শুরু করার জন্য জাভাস্ক্রিপ্ট অনেক ভালো একটি এন্ট্রি পয়েন্ট। জাভাস্ক্রিপ্ট দিয়ে আরো কি কি করা যায় জানতে এই ব্লগটি পড়তে পারেনঃ মডার্ন জাভাস্ক্রিপ্ট দিয়ে কি কি করা যায়?

এই টপিকের আরও কিছু পোস্টঃ

© সোলায়মান হায়দার