আমি সোলায়মান হায়দার, ডাকনাম সোহাগ। পেশায় ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপার। কাজ করছি সান ডিয়েগো, ক্যালিফর্নিয়ার একটা স্বনামধন্য মার্কেটিং কোম্পানিতে সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে। না আমি সেখানে থাকি না, রিমোটলি অফিস করি। পেশা ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি শখের ফটোগ্রাফি, আর টুকটাক ব্লগিং করি। ব্লগিং এর সময় খুব একটা পাই না, একটু সময় পেলে হাবিজাবি কিছু লেখে পাবলিশ করে দেই এখানে।
আমার জন্মস্থান নাটোরের সিংড়ায়। এবং স্থায়ী ঠিকানাও সেখানেই। যদিও পিতৃসুত্রে আমি নরসিংদির ছেলে হওয়ারই কথা ছিলো, কিন্তু নরসিংদি ত্যাগ করেছি সেই শিশুকালে। নাটোরেই কেটেছে আমার শিশুকাল এবং বাল্য জীবন। ক্লাস নাইনে থাকতে আব্বুর চাকরির সুবাদে সিরাজগঞ্জে বসবাস শুরু করি। সেই থেকে ১২ বছরের বেশী হয়ে গেছে সিরাজগঞ্জে বসাবাস করা। ইদানীং সিরাজগঞ্জের মানুষ বলেও নিজেকে পরিচয় দিতে পারি। অনেকগুলি জেলার ছেলে আমি, হাহা।
মানুষ হিসেবে আমি অনেক মজার মানুষ। আমার সেন্স অব হিউমার অনেক ভালো। এবং যাদের সেন্স অব হিউমার ভালো তাদের সাথে মিশতে অনেক পছন্দ করি। অবশ্য আমার সেলফ রেস্পেক্ট একটু বেশী, অনেকে সেটাকে ইগো বলে ধরে নেয়, বোকা মানুষজন।
আমার ক্যারিয়ারের শুরুটা আসলে ব্লগিং দিয়েই হয়েছিলো। ব্লগিং করতে করতে ওয়েব ডেভেলপার হয়ে গেছি। ব্লগ কাস্টোমাইজ করতে করতে ভাবলাম নিজে নিজে সম্পুর্ন নিজের পছন্দমত ব্লগটা বানাতে পারলে মন্দ হতো না। সেই চিন্তা থেকেই ওয়েব ডেভেলপমেন্টে হাতেখড়ি। এইচটিএমএল, সিএসএস আর পিএইচপি শিখে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখে ফেললাম। ডেভেলপ করলাম নিজের তৈরি করা থিম দিয়ে নিজের ব্লগ। কিন্তু মজার ব্যাপার হলো, ততদিনে ওয়েব ডেভেলপমেন্টের মজা পেয়ে গেছি। সেই থেকে ওয়েব ডেভেলপমেন্টেই ফুল-টাইম মুভ করলাম। ওয়ার্ডপ্রেস, ল্যারাভেল, নোডজেএস, রিয়েক্টজেএস, গ্যাটসবিজেএস, একের পর এক গোগ্রাসে গিলতে থাকলাম, এবং এখনো গেলার উপরেই আছি।
ফ্যামিলি, ফ্রেন্ডস, ক্যারিয়ার, এগুলা নিয়েই আপাতত সুন্দর দিন কাটছে, আলহামদুলিল্লাহ্।