সোলায়মান হায়দার

২০১৭ সাল, আজকে আমি নিজেকে সফল বলে দাবি করতে পারি। মহান আল্লাহ্‌র রহমতে সকল অভাব-অনটন থেকে মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। নিজের ও পরিবারের যেকোনো ইচ্ছা সাথে সাথে পূরণ করতে পারি। কিন্তু এমনটা নাও হতে পারতো, যদি আমার মা ৫-৬ বছর আগে মাসে ৮০০ টাকা না দিত।

৬-৭ বছর আগে যখন প্রবল আগ্রহ নিয়ে কাজ শেখা শুরু করি, তখন এখনকার মতো চাইলেই এতো রিসোর্স পাওয়া যেতো না। ইন্টারনেট ঘেটে ঘেটে রিসোর্স খুজতে হতো। যেহেতু মফস্বলে থাকতাম, তাই ব্রডব্যান্ড ছিল না। ইভেন কয়েক মাস আগেও ছিল না। বাধ্য হয়ে নিজেই ব্রডব্যান্ড বিজনেস শুরু করি এখানে। যাই হোক, তখনকার একমাত্র ভরসা ছিল, সেকন্ড জেনারেশনের মোবাইল ব্রডব্যান্ড। যা দিয়ে কাজ করা কেমন কস্টের তা শুধুমাত্র যারা আমার মতো পরিস্থিতিতে ছিল, শুমাত্র তারাই জানে।

তখন ৮০০ টাকায় রবির আনলিমিটেড ইন্টারনেট প্যাক ছিল, আমি সেটাই ব্যবহার করতাম। কিন্তু সেই ৮০০ টাকা মাস যোগাড় করা যে কীরকম কষ্টের ছিল, তা আমি, আমার মা আর উপরঅলা জানেন। আমার আম্মু কিন্ডার গার্ডেনের টিচার ছিলেন, মটামুটি ১.৫ থেকে ২ হাজারের মতো বেতন পেতেন। সেখান থেকে আমার পড়াশোনা, ছোট ভাইয়ের পড়াশোনা সাথে সংসারের খরচে আব্বুকে সাহায্য। সেখান থেকে কিভাবে প্রতিমাসে ৮০০ টাকা করে আম্মু বের করতেন যা আজো আমি বুঝতে পারি না। অই ৮০০ টাকাই ছিলও আমার কাজ শেখার একমাত্র উপায়।

সত্যি কথা বলতে কি, আমার পক্ষে কম্পিউটার এবং ইন্টারনেট এফরড করা সম্ভব ছিলও না। তারপরেও আমার মা তা আমাকে দিয়েছেন। কম্পিউটার কেনার পিছনেও আমার মায়ের হাত ছিলও, যা আরেকদিন বলবো।

মাস শেষ হলে ইন্টারনেট বিল চাইতে পারতাম না লজ্জায়। মাসে মাসে টাকা নিচ্ছি কিন্তু ফলাফল কিছুই দেখাতে পারছি না। মাঝে মাঝে এমন হতো ২ দিন ধরে ইন্টারনেট নেই, আম্মুকে বলতাম না। কিন্তু ঠিকই আম্মু বুঝে গিয়ে টাকা দিয়ে দিতও।

ধীরে ধীরে আমার অবস্থার উন্নতি হয়েছে। ৮০০ টাকায় কেনা ইন্টারনেটের জায়গায় এখন আমি একজন আইএসপি। কিন্তু সেই ৮০০ টাকার ইন্টারনেটের সাথে এখনকার ৫এম্বিপিএস এর লাইনও পারবে না। কারন, সেই ৮০০ টাকার ২জি ইন্টারনেটে মিশে ছিলও আমার আম্মুর ভালোবাসা।

পোস্টের মন্তব্যগুলি

কমেন্ট লোড হচ্ছে...

এই ধরনের আরও পোস্ট

ফ্রিল্যান্সিং এর টুকরো গল্প [২] – সোজা আঙ্গুল ও বাঁকা আঙ্গুল

৩ বছর আগে পোস্ট করা হয়েছে

ফ্রিল্যান্সিং এর টুকরো গল্প [২] – সোজা আঙ্গুল ও বাঁকা আঙ্গুল

বেশ কয়েকবছর আগের কথা, একটা কাস্টম ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর প্রোজেক্ট পাই ৭০০ ডলারের। এজ ইউজুয়াল ৫০০ ডলার আপফ্রন্ট নেই আর বাকিটুকু প্রজেক্ট ডেলিভারির সময় নিবো। তাছাড়া ক্লায়েন্ট এর ব্যবহার অনেক ভালো, এমন ক্লায়েন্টকে মাগনা কাজ করে দিতেও ভালো লাগে। (ক্লায়েন্ট ব্রাজিলিয়ান সুন্দরী ছিলো) হাসিখেলা করে সাপ্তাহখানেক লাগলো প্রজেক্ট কমপ্লিট করতে। আমার একটা বাজে স্বভাব…

আমার বাই-সাইকেল চালানো এবং একমাত্র দুর্ঘটনা

৮ বছর আগে পোস্ট করা হয়েছে

আমার বাই-সাইকেল চালানো এবং একমাত্র দুর্ঘটনা

বাই-সাইকেল, ছোট বেলায় যখন সমবয়সী সবাই মোটরবাইকের স্বপ্ন দেখত তখন আমি একটা বাই-সাইকেলের স্বপ্ন দেখতাম। আমি আমার পুরো ছোটবেলাটাই কাটিয়েছি মামার বাড়িতে। মামা বাড়িতে সবাই আদর করলেও, নিজের বাড়ির মতো কি আর সুযোগ-সুবিধা পাওয়া যায়… আমি মামা বাড়িতে একাই থাকতাম, আর আম্মু-আব্বু-ছোট ভাই তারা সিরাজগঞ্জে থাকতো। আব্বু বাড়ি থেকে রাগ করে চলে আসার পর আমাদের…

২০১৮ ইন রিভিউ – ক্যারিয়ার, লাইফ এবং ফ্রেন্ডস

৪ বছর আগে পোস্ট করা হয়েছে

২০১৮ ইন রিভিউ – ক্যারিয়ার, লাইফ এবং ফ্রেন্ডস

২০১৮ সালের জানুয়ারির কোন এক সকালে ঘুম ভাঙ্গলো ফোনের রিংটোনে। আমি সাধারণত মোবাইল মিউট করে ঘুমাতে যাই, সেদিন মিউট করতে মনে ছিল না কেন জানি। ফোন হাতে নিয়ে দেখি ইউএস এর একটা নাম্বার থেকে ফোন এসেছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মিষ্টি সুরে আমি যেই কোম্পানিতে জব করি সেই কোম্পানির প্রজেক্ট ম্যানেজার বললঃ Solayman can…

ছোট বেলার হারিয়ে যাওয়া দিনগুলি – ২য় পর্ব

৮ বছর আগে পোস্ট করা হয়েছে

ছোট বেলার হারিয়ে যাওয়া দিনগুলি – ২য় পর্ব

ছোটোবেলাটা অনেক মজার তাইনা? বড়রাই খালি ছোটবেলার মজাটা বুঝতে পারে। কিন্তু টাইম মেশিনে করে ছোটবেলায় ফিরে যাওয়াতো আর সম্ভব না, তাই ছোটবেলার কথা মনে করেই খুশি থাকতে হবে। কিন্তু কইদিনই বা মনে থাকবে সেই মজার দিনের কথাগুলি? তাই যতটুকু মনে আছে, ততটুকুই লিখে রাখছি। ডাইরি লেখার অভ্যেস নেই, তাই ব্লগটাকেই না হয় ডাইরি হিসেবে ব্যবহার…

আমার মা এবং আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার

৩ বছর আগে পোস্ট করা হয়েছে

আমার মা এবং আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার

পৃথিবীর সব মা ই সেরা। সবার মায়ের মতো আমার মা ও আমার চোখে সেরা মা। মায়েরা জন্মদান থেকে শুরু করে লালন-পালন এবং বড় করে তুলতে যেই পরিমান ত্যাগ স্বীকার করে তা পরিমাপ করার মতো কোন ইউনিট আবিস্কার হয় নি। আসলে মায়ের ত্যাগ পরিমাপ করার দরকারও পরে না, কারন আমাদের সেটার জন্য কোন বিনিময় দিতে হয়…

দুর্বল ইন্টারনেট কানেকশন

আপনার ইন্টারনেটের ধীরগতির জন্য পেজটি লোড হতে কিছুক্ষণ বেশী সময় লাগছে।