সোলায়মান হায়দার

ওয়ার্ডপ্রেস এর একটি দারুন ফিচার হল পোষ্ট রিভিশন। এটির মাধ্যমে আপনি পোষ্ট এডিট করার পরও পূর্বের পোষ্টে ফিরে যেতে পারবেন, অনেকটা “Ctrl+Z” এর মত। অনেকেই মনে করেন যেহেতু এটি একটি পোষ্টের অনেকগুল ভারশন সেভ করে রাখে, সেহেতু এটি সাইট স্লো বা ধীরগতির করে ফেলবে। ওয়ার্ডপ্রেস এর মতো জনপ্রিয় একটা সিএমএস এ এরকম একটা মারাত্মক ভুল কল্পনাও করা যায় না।

কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারনা। ওয়ার্ডপ্রেস একটি পোষ্টের অনেকগুলো ভার্শন সেভ করে রাখে ঠিকই কিন্তু সেটা ওয়েবসাইট রেন্ডার করার সময় কোন ইফেক্ট ফেলে না। কুএরিতে শুধুমাত্র আপডেটেড পোষ্টটাই রেন্ডার হয়, ফলে সাইট ধীরগতির হওয়ার কোন সম্ভাবনাই নেই।

তবে হ্যা, এটি ডাটাবেজের আকারে ব্যাপক পরিবর্তন আনে। একটি পোষ্টের অসংখ্য রিভিশন ভার্শন থাকতে পারে এবং আপনার সাইটে হাজার হাজার পোষ্ট থাকতে পারে, সেক্ষেত্রে ডাটাবেজের সাইজ অনেক বেশী হয়ে যাবে। একারনেও অনেকে এটি পছন্দ করেন না।

যাই হোক, আজকে আমি দেখাবো ওয়ার্ডপ্রেস এর এই ফিচারটি কিভাবে আপনার সাইটে বন্ধ করবেন। এই ফিচারটি বন্ধ করতে আপনার সাইটের wp-config.php ফাইলটি এডিটরে চালু করুন এবং নিচের লাইনটি যোগ করে দিন।

define('WP_POST_REVISIONS', false );

উপরের লাইনটি যোগ করে ফাইলটি সেভ করুন। এখন আপনার সাইটে এই ফিচারটি বন্ধ হয়ে গেছে। ফিচারটি আবার ফিরিয়ে আনতে wp-config.php ফাইল থেকে লাইনটি মুছে দিন।

পোস্টের মন্তব্যগুলি

কমেন্ট লোড হচ্ছে...

এই ধরনের আরও পোস্ট

কিভাবে ওয়ার্ডপ্রেস এর ইমোজি ফিচার বন্ধ করবেন

৮ বছর আগে পোস্ট করা হয়েছে

কিভাবে ওয়ার্ডপ্রেস এর ইমোজি ফিচার বন্ধ করবেন

ওয়ার্ডপ্রেস প্রত্যেক আপডেটেই কিছু না কিছু নতুন ফিচার এনে থাকে। বেশিরভাগ ফিচারই প্রয়জনিয় হলেও, কিছু কিছু ফিচার কারো জন্যে বিরক্তির কারণও। সেরকমই এক ফিচার হল টুইটার ওপেন সোর্স এর ইমোজির কোর সাপোর্ট। ওয়ার্ডপ্রেস ৪.২, যার কোড নেমঃ Powell তে এই ফিচারটি যোগ করা হয়েছে। হ্যাঁ, এটা অনেকের জন্যই ভালো। কিন্তু আমরা কয় জনই বা পোস্টের মধ্যে ইমোশন আইকন ব্যবহার…

রিলিজ হল ওয়ার্ডপ্রেস ৪.০ – এখুনি দেখে নিন নতুন কি কি আছে এই ভার্শনে

৯ বছর আগে পোস্ট করা হয়েছে

রিলিজ হল ওয়ার্ডপ্রেস ৪.০ – এখুনি দেখে নিন নতুন কি কি আছে এই ভার্শনে

আজকে রিলিজ হল ওয়ার্ডপ্রেস এর নতুন ভার্শন ৪.০ । যদিও আগে এই ভার্শনের বেটা ভার্শন বের হয়েছিল, কিন্তু আজকে রিলিজ হল পাবলিক ভার্শন। যা সবার জন্য ব্যবহারের জন্য উন্মুক্ত। দারুন কিছু ফিচার যুক্ত হয়েছে নতুন এই ভার্শনে। ওয়ার্ডপ্রেসের এই ভার্শনের কোড নেম হলঃ “Benny”. চলুন দেখে নেয়া যাক এই ভার্শনের নতুন কিছু ফিচারগুলি… মিডিয়া লাইব্রেরী…

কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটকে লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভার এ নিয়ে আসবেন

৯ বছর আগে পোস্ট করা হয়েছে

কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটকে লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভার এ নিয়ে আসবেন

আমরা অনেকেই লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, মানে সাইট তৈরি করি। পরবর্তীতে সেটা লাইভ সার্ভারে নিয়ে আসার সঠিক নিয়মটা অনেকেই জানি না। আবার জানলেও সাইট লোকাল সার্ভার এর মতো হয় না, অনেক কিছুই মিস করে। তাই, আজকে আপনাদের লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস সাইট মুভ করার একটি পরিপূর্ণ টিউটোরিয়াল দিবো। যা যা প্রয়োজনঃ…

ওয়ার্ডপ্রেস ৫.০ – নতুন কি থাকছে এবং গুটেনবার্গ এডিটর

৪ বছর আগে পোস্ট করা হয়েছে

ওয়ার্ডপ্রেস ৫.০ – নতুন কি থাকছে এবং গুটেনবার্গ এডিটর

ওয়ার্ডপ্রেস প্রতি রিলিজেই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়। ডেভেলপাররাও প্রতিটা রিলিজের আগে এক্সাইটেড থাকে নতুন ফিচারগুলির জন্য। ওয়ার্ডপ্রেস ৫.০ নিয়ে ডেভেলপাররা বেশী এক্সাইটেড, আর এই এক্সাইটমেন্টের কারণ গুটেনবার্গ। বর্তমান এডিটরকে সম্পূর্ণ রিডিজাইন করা হয়েছে গুটেনবার্গ এডিটরে। সহজ কথায় বলতে গেলে, বর্তমান এডিটরকে গুটেনবার্গ এডিটর দিয়ে রিপ্লেস করা হয়েছে। কন্টেন্ট এডিটিং সম্পূর্ণ বদলে যাবে এই…

ওয়ার্ডপ্রেস সাইট এ থিম এবং প্লাগিন ইন্সটল

৯ বছর আগে পোস্ট করা হয়েছে

ওয়ার্ডপ্রেস সাইট এ থিম এবং প্লাগিন ইন্সটল

সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে। আজকে আমরা শিখবো কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে থিম এবং প্লাগিন ইন্সটল করা যায়। তার আগে থিম এবং প্লাগিন সম্পর্কে কিছু আলোচনা করে নিব। ওয়ার্ডপ্রেস থিম কি? ওয়ার্ডপ্রেস সাইটের প্রাণ হল থিম। একটি ওয়ার্ডপ্রেস সাইটে কি কি ফিচার থাকবে এবং ডিজাইনটা কেমন হবে টা নির্ভর করে থিমের উপর। ওয়ার্ডপ্রেস থিম একটি…

দুর্বল ইন্টারনেট কানেকশন

আপনার ইন্টারনেটের ধীরগতির জন্য পেজটি লোড হতে কিছুক্ষণ বেশী সময় লাগছে।