সোলায়মান হায়দার

ওয়ার্ডপ্রেস প্রত্যেক আপডেটেই কিছু না কিছু নতুন ফিচার এনে থাকে। বেশিরভাগ ফিচারই প্রয়জনিয় হলেও, কিছু কিছু ফিচার কারো জন্যে বিরক্তির কারণও। সেরকমই এক ফিচার হল টুইটার ওপেন সোর্স এর ইমোজির কোর সাপোর্ট। ওয়ার্ডপ্রেস ৪.২, যার কোড নেমঃ Powell তে এই ফিচারটি যোগ করা হয়েছে।

হ্যাঁ, এটা অনেকের জন্যই ভালো। কিন্তু আমরা কয় জনই বা পোস্টের মধ্যে ইমোশন আইকন ব্যবহার করি? দেখা যায় একটি পোষ্টেও ইমো ব্যবহার করলাম না। কিন্তু যেহেতু এটা কোর ফিচার, তাই ওয়ার্ডপ্রেস ইমোজির সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল লোড করে বসে আছে। ফলে কি হল? আপনি এটা ব্যবহার করছেন না, কিন্তু, সাইটের লোডিং টাইম বেড়ে গেলো।

এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সবচেয়ে বেশী সমালোচনা হয়েছিলো এটা সোর্স এর জন্য। প্রথমে ইমোজি লোড হতো একটা এক্সট্রানাল সোর্স থেকে, ফলে অনেকেই প্রাইভেসির প্রশ্ন তুলে অভিযোগ করেছিল। পরের আপডেটে ওয়ার্ডপ্রেস ইমোজির কোর ফাইল তৈরি করে, লোকাল সোর্স থেকেই লিঙ্ক করে।

যায় হোক, যারা এই ফিচার টা বন্ধ করতে চাইছেন তাদের জন্য একটা কোড স্নিপেট দিচ্ছি।

remove_action( 'wp_head', 'print_emoji_detection_script', 7 );
remove_action( 'wp_print_styles', 'print_emoji_styles' );

উপরের কোডটুকু functions.php তে যোগ করে দিন, ব্যস আপনার সাইটের ইমোজি ফিচার বন্ধ হয়ে যাবে। ফলে ওয়ার্ডপ্রেস আর ইমোজির সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল লোড করবে না।

পোস্টের মন্তব্যগুলি

কমেন্ট লোড হচ্ছে...

এই ধরনের আরও পোস্ট

রিলিজ হল ওয়ার্ডপ্রেস ৪.০ – এখুনি দেখে নিন নতুন কি কি আছে এই ভার্শনে

৯ বছর আগে পোস্ট করা হয়েছে

রিলিজ হল ওয়ার্ডপ্রেস ৪.০ – এখুনি দেখে নিন নতুন কি কি আছে এই ভার্শনে

আজকে রিলিজ হল ওয়ার্ডপ্রেস এর নতুন ভার্শন ৪.০ । যদিও আগে এই ভার্শনের বেটা ভার্শন বের হয়েছিল, কিন্তু আজকে রিলিজ হল পাবলিক ভার্শন। যা সবার জন্য ব্যবহারের জন্য উন্মুক্ত। দারুন কিছু ফিচার যুক্ত হয়েছে নতুন এই ভার্শনে। ওয়ার্ডপ্রেসের এই ভার্শনের কোড নেম হলঃ “Benny”. চলুন দেখে নেয়া যাক এই ভার্শনের নতুন কিছু ফিচারগুলি… মিডিয়া লাইব্রেরী…

কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটকে লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভার এ নিয়ে আসবেন

৯ বছর আগে পোস্ট করা হয়েছে

কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটকে লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভার এ নিয়ে আসবেন

আমরা অনেকেই লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, মানে সাইট তৈরি করি। পরবর্তীতে সেটা লাইভ সার্ভারে নিয়ে আসার সঠিক নিয়মটা অনেকেই জানি না। আবার জানলেও সাইট লোকাল সার্ভার এর মতো হয় না, অনেক কিছুই মিস করে। তাই, আজকে আপনাদের লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস সাইট মুভ করার একটি পরিপূর্ণ টিউটোরিয়াল দিবো। যা যা প্রয়োজনঃ…

কিভাবে ওয়ার্ডপ্রেস পোষ্ট রিভিশন বন্ধ করবেন?

৯ বছর আগে পোস্ট করা হয়েছে

কিভাবে ওয়ার্ডপ্রেস পোষ্ট রিভিশন বন্ধ করবেন?

ওয়ার্ডপ্রেস এর একটি দারুন ফিচার হল পোষ্ট রিভিশন। এটির মাধ্যমে আপনি পোষ্ট এডিট করার পরও পূর্বের পোষ্টে ফিরে যেতে পারবেন, অনেকটা “Ctrl+Z” এর মত। অনেকেই মনে করেন যেহেতু এটি একটি পোষ্টের অনেকগুল ভারশন সেভ করে রাখে, সেহেতু এটি সাইট স্লো বা ধীরগতির করে ফেলবে। ওয়ার্ডপ্রেস এর মতো জনপ্রিয় একটা সিএমএস এ এরকম একটা মারাত্মক ভুল…

ওয়ার্ডপ্রেস কি? এবং এর সুবিধা সমূহ

৯ বছর আগে পোস্ট করা হয়েছে

ওয়ার্ডপ্রেস কি? এবং এর সুবিধা সমূহ

ওয়ার্ডপ্রেস বর্তমান সময়ের বহুল ব্যবহৃত এবং সর্বাধিক জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস এমন একটি সিএমএস যার মাধ্যমে খুব সহজেই যেকোনো ধরনের ওয়েবসাইট এবং ব্লগ তৈরি করা যায়। এটি ওপেনসোর্স সফটওয়ার হওয়ায় বিশ্ব দরবারে অধিক জনপ্রিয়। ওয়ার্ডপ্রেস এর জন্মের ইতিহাসঃ ওয়ার্ডপ্রেস এর সস্ট্রা হলেন ম্যাট মুলেনওয়েগ। তিনি ২০০৩ সালের ২৭ শে মে মাসে সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস প্রকাশ…

লোকাল সার্ভারে (কম্পিউটারে) ওয়ার্ডপ্রেস ইন্সটল

৯ বছর আগে পোস্ট করা হয়েছে

লোকাল সার্ভারে (কম্পিউটারে) ওয়ার্ডপ্রেস ইন্সটল

লোকাল সার্ভার তৈরি করার জন্য অনেকে অনেক সফটওয়্যার ব্যবহার করেন। আমি আপনাদের সাজেশন করব ওয়াম্প সার্ভার ব্যবহার করতে। আমি নিজেও এটা ব্যবহার করি। তাহলে শুরু করা যাক, প্রথমে ওয়াম্প সার্ভারটি ডাউনলড করে নিন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। সফটওয়্যারটি অন্যান্য সফটওয়্যার এর মতই ইন্সটল করুন। ওয়ার্ডপ্রেস ইন্সটল প্রক্রিয়াঃ এবার wordpress.org থেকে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্শনটি ডাউনলোড করে…

দুর্বল ইন্টারনেট কানেকশন

আপনার ইন্টারনেটের ধীরগতির জন্য পেজটি লোড হতে কিছুক্ষণ বেশী সময় লাগছে।