সোলায়মান হায়দার

একটা জিনিস নিয়ে আমি বেশ কিছুদিন ধরে অনেককে দেখছি যে, ফেসবুকের অ্যাড টারগেটিং নিয়ে প্রশ্ন করছেন। মানে, আপনি অ্যামাজনে একটা ল্যাপটপ দেখে আসলেন, ফেসবুকে ঢুকে সেম প্রোডাক্টের অ্যাড দেখলেন। ব্যাপারটা ভয়ের, তাহলে কি আপনি কোন কোন ওয়েবসাইটে কি কি করছেন তা সব ফেসবুক জেনে যাচ্ছে?

আসল ব্যাপারটা হল, ফেসবুক ডাটা টা পায় এডভারটাইজারের কাছ থেকে। এডভারটাইজার তার সাইটে ফেসবুকের ট্র্যাকিং সিস্টেম ইন্সটল করে, যাকে বলে ফেবুক পিক্সেল। এখন যদি আপনি অই ওয়েবসাইটে ভিজিট করেন, ট্র্যাকারটা আপনার ভিজিট করা ওয়েব পেজ বা প্রোডাক্টটা মনে রাখবে। সিস্টেমটা যেহেতু ফেসবুকের, সেহেতু ফেসবুক সহজেই আপনাকে আইডেন্টিফাই করতে পারবে। কারন আপনি ফেসবুকে লগিন করে আছেন।

এডভারটাইজার অলরেডি সেই প্রোডাক্ট এর বিজ্ঞাপন ফেসবুকে দিয়ে রেখেছে এবং রি-টারগেটিং ডাটা ফলো করতে বলে দিয়েছে। ফেসবুক কিন্তু আপনাকে ভালো করে চিনে গেছে যে, আপনি অই প্রোডাক্টটা সম্পর্কে আগ্রহী এবং প্রোডাক্ট পেজেও গিয়েছিলেন। তাই, ফেসবুক আপনাকে অই প্রোডাক্টটার কথা মনে করিয়ে দিতে সেটার বিজ্ঞাপন আপনার সামনে হাজির করবে। ব্যাপারটা এমন যে, খালি দেখবেন কিন্তু কিনবেন না তা হতে দিবো না।

গুগলও সেম সিস্টেম ফলো করে। এখানে ডাটা চুরির কোন প্রসঙ্গ আসছে না। আপনার ডাটা নিয়ে এত প্রশ্ন থাকলে প্রাইভেট মোডে ব্রাউজ করুন। আমার বাড়িতে আপনি এসেছেন, আপনাকে আমি আপ্যায়ন ও করতে পারি আবার কাপড় খুলে রেখেও দিতে পারি। তাছাড়া, আমার বাড়ির গেটে আমি লিখেই দিয়েছি যে, আমার বাড়িতে ঢুকলে আমি কাপড় খুলে রেখে দিবো (কুকি পলিসি)। এখন বাড়িতে ঢুকা না ঢুকা আপনার বিষয়।

পোস্টের মন্তব্যগুলি

কমেন্ট লোড হচ্ছে...

এই ধরনের আরও পোস্ট

ফেসবুক ইজ ওয়েস্ট অব টাইম

৫ বছর আগে পোস্ট করা হয়েছে

ফেসবুক ইজ ওয়েস্ট অব টাইম

সামাজিক যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যম হল ফেসবুক। কিন্তু এটা কি আমরা সঠিকভাবে ব্যাবহার করতে পারছি? এটা কি আমাদের সময় অপচয়ের যায়গা হিসেবে পরিনত হয় নি? টাইটেল দেখে অনেকেই মেজাজ খারাপ করে ফেলেছেন। তাদের প্রতি অনুরোধ, দয়া করে সম্পূর্ণ ব্লগটি পড়ুন। একটু ভাবুন আর বুঝুন, আমরা কি আমাদের মুল্যবান সময়গুলি অপচয় করছি না? ডিসক্লেইমারঃ আমিও অন্যদের মতই,…

দুর্বল ইন্টারনেট কানেকশন

আপনার ইন্টারনেটের ধীরগতির জন্য পেজটি লোড হতে কিছুক্ষণ বেশী সময় লাগছে।