
ভূতের বাচ্চা জাফর মাস্টার – রিভেঞ্জ অব অ্যা ভুত
১২ আগস্ট, ২০১৮
আজ সকাল থেকেই ফেসবুকে হৈচৈ পরে গেছে। কেউই বিশ্বাস করতে পারছে না যে এমন কিছু একটা ঘটবে। সবার চোখ কপালে উঠে গেছে, এটা কি করে সম্ভব? যাকে তিনদিন ধরে মৃত ভাবা হচ্ছিলো, সে কিভাবে ফেসবুকে স্ট্যাটাস দেয়? তার একনিষ্ঠ ভক্তরা তার জন্য স্পেশাল জানাজার ব্যবস্থা করেছিলো। তাহলে কি সেই জানাজা নামাজ টা আর পড়া হবে…