
হ্যান্ডস অন রিভিউ – রাজশাহীর আম ডট কম
০৫ জুন, ২০১৫
সকাল বেলায় ফোন, করতোয়া উল্লাপাড়া ব্রাঞ্চ থেকে। বলছে, সোলায়মান ভাই, আপনার আম এসেছে। আমিতো লাফিয়ে উঠলাম, তাড়াতাড়ি গোসল করে, হাল্কা কিছু মুখে দিয়েই দৌর। রাজশাহীর আমভয়ে ছিলাম, এই গরমের মধ্যে আম না জানি কেমন অবস্থায় এসে হাতে পৌছায়। যাই হোক, বাসায় এসে প্যাকেট খোলার পর আক্কেল-গুরুম। আমকে যে, এতো যত্ন করে প্যাকিং করা যায় জানতামই…