
আমার মা এবং আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার
১০ মে, ২০২০
পৃথিবীর সব মা ই সেরা। সবার মায়ের মতো আমার মা ও আমার চোখে সেরা মা। মায়েরা জন্মদান থেকে শুরু করে লালন-পালন এবং বড় করে তুলতে যেই পরিমান ত্যাগ স্বীকার করে তা পরিমাপ করার মতো কোন ইউনিট আবিস্কার হয় নি। আসলে মায়ের ত্যাগ পরিমাপ করার দরকারও পরে না, কারন আমাদের সেটার জন্য কোন বিনিময় দিতে হয়…