একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার লাগবে ছোট একটা কাজের জন্য। আমি অন্য প্রজেক্টে ব্যস্ত আছি জন্য ক্লায়েন্টে হায়ার করতে বললাম। ইন্টারভিউতে আমাকে বসিয়ে দিল।
আমার প্রশ্নঃ মিয়া তোমার বাড়ি কই?
ডেভেলপারঃ ইন্ডিয়া।
আমিঃ দারুন।
ডেভেলপারঃ থ্যাঙ্ক ইউ।
আমিঃ তোমারেও থ্যাঙ্ক ইউ। গুড বাই… 😀
ডেভেলপারঃ সরি?
আমিঃ আসলে আমাদের বেশ কয়েকটি সুন্দর অভিজ্ঞতা আছে ইন্ডিয়ান ওয়ার্কারদের নিয়ে। তাই আমরা ইন্ডিয়ানদের সাথে কাজ করতে চাচ্ছি না।
ডেভেলপারঃ হ্যালো স্যার, আমি ওয়ার্কার নই। আমি একজন ডেভেলপার।
আমিঃ অহ আচ্ছা। আচ্ছা, ডেভেলপার স্যার আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত।
ডেভেলপারঃ আমি আপনাদের কোম্পানির নামে অডেস্ক এ রিপোর্ট করবো।
আমিঃ অডেস্ক এ রিপোর্ট করে কি লাভ? আমরা তো আপনাকে পেয়েছি আপওয়ার্ক থেকে 😀
ডেভেলপারঃ আপনি দেখি কিছুই জানেন না, আপওয়ার্ক আগে অডেস্ক ই ছিল।
আমিঃ অহ, তাই নাকি? ভাল একটা খবর দিলেন তো। আপনাকেই আমাদের হায়ার করা উচিৎ। আপনি ভারি ইন্টিলিজেন্ট।
ডেভেলপারঃ আমি আপনাদের কোম্পানিতে কাজ করবো না।
আমিঃ আমিও সেটাই চাইছিলাম। গুডবাই।
তারপরে, ক্লায়েন্ট কে বললাম। এর পরে যদি কোন ইন্ডিয়ান বা পাকিস্তানি কাওকে ইন্টারভিউ নিতে দাও, তাহলে তোমার খবর আছে।
উল্ল্যেক্ষ, কয়েক মাস আগে এই কম্পানিতে একটা ইন্ডিয়ান কোম্পানির কাজ এসেছিলো। আমি করি নি, বলে দিয়েছি আমি ইন্ডিয়ান কারো কাজ করি না। পরে প্রজেক্ট শেষ হওয়ার পরে ক্লায়েন্ট বলে, সোলায়মান আমিও আর কখনো কোন ইন্ডিয়ান প্রজেক্ট নিবো না। খুব পেইন দিয়েছে ওরা। আমি বেশ কিছুখন হেসেছি।
ইন্ডিয়া আর পাকিস্তানের প্রতি আমার একপ্রকার তীব্র ঘৃণা কাজ করে। কেন জানি না, কিন্তু আমি ওদের সহ্য করতে পারি না।
কেউ বলতে পারেন, প্রফেশনালদের মধ্যে এতো আবেগ থাকা ঠিক না। কি আর করা যাবে, আমার আবেগ বেশী। নইলে আমি হয়তো প্রফেশনালই না।