সোলায়মান হায়দার

একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার লাগবে ছোট একটা কাজের জন্য। আমি অন্য প্রজেক্টে ব্যস্ত আছি জন্য ক্লায়েন্টে হায়ার করতে বললাম। ইন্টারভিউতে আমাকে বসিয়ে দিল।

আমার প্রশ্নঃ মিয়া তোমার বাড়ি কই?

ডেভেলপারঃ ইন্ডিয়া।

আমিঃ দারুন।

ডেভেলপারঃ থ্যাঙ্ক ইউ।

আমিঃ তোমারেও থ্যাঙ্ক ইউ। গুড বাই… 😀

ডেভেলপারঃ সরি?

আমিঃ আসলে আমাদের বেশ কয়েকটি সুন্দর অভিজ্ঞতা আছে ইন্ডিয়ান ওয়ার্কারদের নিয়ে। তাই আমরা ইন্ডিয়ানদের সাথে কাজ করতে চাচ্ছি না।

ডেভেলপারঃ হ্যালো স্যার, আমি ওয়ার্কার নই। আমি একজন ডেভেলপার।

আমিঃ অহ আচ্ছা। আচ্ছা, ডেভেলপার স্যার আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত।

ডেভেলপারঃ আমি আপনাদের কোম্পানির নামে অডেস্ক এ রিপোর্ট করবো।

আমিঃ অডেস্ক এ রিপোর্ট করে কি লাভ? আমরা তো আপনাকে পেয়েছি আপওয়ার্ক থেকে 😀

ডেভেলপারঃ আপনি দেখি কিছুই জানেন না, আপওয়ার্ক আগে অডেস্ক ই ছিল।

আমিঃ অহ, তাই নাকি? ভাল একটা খবর দিলেন তো। আপনাকেই আমাদের হায়ার করা উচিৎ। আপনি ভারি ইন্টিলিজেন্ট।

ডেভেলপারঃ আমি আপনাদের কোম্পানিতে কাজ করবো না।

আমিঃ আমিও সেটাই চাইছিলাম। গুডবাই।

তারপরে, ক্লায়েন্ট কে বললাম। এর পরে যদি কোন ইন্ডিয়ান বা পাকিস্তানি কাওকে ইন্টারভিউ নিতে দাও, তাহলে তোমার খবর আছে।

উল্ল্যেক্ষ, কয়েক মাস আগে এই কম্পানিতে একটা ইন্ডিয়ান কোম্পানির কাজ এসেছিলো। আমি করি নি, বলে দিয়েছি আমি ইন্ডিয়ান কারো কাজ করি না। পরে প্রজেক্ট শেষ হওয়ার পরে ক্লায়েন্ট বলে, সোলায়মান আমিও আর কখনো কোন ইন্ডিয়ান প্রজেক্ট নিবো না। খুব পেইন দিয়েছে ওরা। আমি বেশ কিছুখন হেসেছি।

ইন্ডিয়া আর পাকিস্তানের প্রতি আমার একপ্রকার তীব্র ঘৃণা কাজ করে। কেন জানি না, কিন্তু আমি ওদের সহ্য করতে পারি না।

কেউ বলতে পারেন, প্রফেশনালদের মধ্যে এতো আবেগ থাকা ঠিক না। কি আর করা যাবে, আমার আবেগ বেশী। নইলে আমি হয়তো প্রফেশনালই না।

পোস্টের মন্তব্যগুলি

কমেন্ট লোড হচ্ছে...

এই ধরনের আরও পোস্ট

সেভেন শেডস অব ব্যাড ক্লায়েন্টস

৫ বছর আগে পোস্ট করা হয়েছে

সেভেন শেডস অব ব্যাড ক্লায়েন্টস

একজন ফ্রিল্যান্সারের দুঃস্বপ্ন কি? আ ব্যাড ক্লায়েন্ট। আমাদের জীবনে কয়েকজন জিনিস আসে, যাদের কে আমরা ব্যাড ক্লায়েন্ট বলি। তারা একেকজন আবার একেক কিসিমের হয়। তাদেরকে নিয়ে আজ কিছু কথা বলবো। ১। মিস্টার নেভার এন্ডঃ এই ক্লায়েন্টগুলির চাহিদা শেষ হয় না। এরা ছোটো একটা প্রজেক্টের জন্য নামমাত্র মুল্যে ফ্রিল্যান্সার হায়ার করে এবং যখন আপনি কাজ শুরু…

ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য

২ বছর আগে পোস্ট করা হয়েছে

ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং এর মধ্যে পার্থক্য

ফ্রিল্যান্সিং কে পেশা হিসেবে বলার একটা ট্র্যাডিশন অনলাইন কমিউনিটিতে প্রচার হয়েই আছে, তার মধ্যে কিছু পন্ডিত ভাই-ব্রাদার আবার আদর করে এটাকে আউটসোর্সিং বলেও প্রচার করে থাকে। কিছু টেক জার্নালিস্ট, ইভেন কিছু সরকারের উচ্চ-পদস্থ কর্মকর্তারাও এই সেক্টরটাকে আউটসোর্সিং বলে প্রচার করে। ফ্রিল্যান্সিং ওয়ার্ডটাকে কে মোটামুটি মেনে নেয়া যায়, কিন্তু আউটসোর্সিং শব্দটা যে সম্পুর্ন উল্টো, এটা কেউ…

নারীদের ফ্রিল্যান্সিংঃ কেনো নারীদের ফ্রিল্যান্সিং করা উচিৎ

৫ বছর আগে পোস্ট করা হয়েছে

নারীদের ফ্রিল্যান্সিংঃ কেনো নারীদের ফ্রিল্যান্সিং করা উচিৎ

বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের ফুল টাইম চাকরি করা অত্যন্ত কঠিন একটা কাজ। বাংলাদেশের বেশীরভাগ স্বামীরা সংসারের কাজ করতে অভ্যস্ত নয়। ফলে, কোন নারী চাকরি করলেও, তাকে সংসারের সকল কাজ করতে হয়। এই কারনেই, বাংলাদেশের নারীরা চাকরি করে না বা তাকে করতে দেয়া হয় না। কিন্তু তারা ইচ্ছে করলেই অনায়াসেই কিছু সময় ফ্রিল্যান্সিং করে ভালো আয় করতে…

ফ্রিল্যান্সিং এর প্রচারণা এবং ছাত্রদের ফ্রিল্যান্সিং

৫ বছর আগে পোস্ট করা হয়েছে

ফ্রিল্যান্সিং এর প্রচারণা এবং ছাত্রদের ফ্রিল্যান্সিং

বর্তমানে ফ্রিল্যান্সিং কে নিয়ে ওভার পাবলিসিটি হচ্ছে। এই প্রচারণা কেউ করছে নিজে পাবলিসিটি পাওয়ার জন্য আর কেও করছে নিজে কিছু কামিয়ে নেওয়ার জন্য। আর প্রতিদিনই অসংখ্য ছেলে-মেয়েরা সবকিছু ফেলে এই সেক্টরে ঢুকছে আর অসংখ্য ছেলে-মেয়েরা হতসায় নিমজ্জিত হচ্ছে। এখানে আবেগের বশে এসে কোন লাভ নেই। আর আসলাম, বসলাম, টাকা গুনলাম এই ভ্রান্তিটাও বেশীরভাগ নতুনদেরই রয়েছে।…

ফ্রিল্যান্সিং এর টুকরো গল্প [১] – প্রথম ধোঁকা

৪ বছর আগে পোস্ট করা হয়েছে

ফ্রিল্যান্সিং এর টুকরো গল্প [১] – প্রথম ধোঁকা

আমার ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারের প্রথম ক্লায়েন্ট ছিলো ক্যানাডিয়ান। প্রথম ক্লায়েন্ট, প্রথম কাজ, প্রথম আর্নিং, মনের ভিতর একটা প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছিলো। টানা দুই বছরের প্রচেস্টা আজ সফলতার মুখ দেখলো। কিন্তু জানা ছিলো না ক্যারিয়ারের প্রথম ক্লায়েন্টই আমাকে ধোকা দিবে। ওইসময়ে ওডেস্ক প্রোফাইলের কত ঘন্টা কাজ করা হয়েছে সেটার উপর যথেস্ট গুরুত্ত্ব দেয়া হতো, তাই…

দুর্বল ইন্টারনেট কানেকশন

আপনার ইন্টারনেটের ধীরগতির জন্য পেজটি লোড হতে কিছুক্ষণ বেশী সময় লাগছে।